বালুরঘাট, ১ ফেব্রুয়ারী ———-– মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে প্রত্যন্ত এলাকাগুলিতে বাস চালানো সিদ্ধান্ত নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। শুক্রবার সকাল থেকে এই প্রক্রিয়া কার্যকর করা হবে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বালুরঘাট ডিপোর সাব ইন্সপেক্টর। রাত পোহালেই সারা রাজ্যব্যাপী অনুষ্ঠিত হবে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা। যে পরীক্ষাকে কেন্দ্র করে একাধিক পদক্ষেপ গ্রহন করেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। যার মধ্যে উল্লেখযোগ্য হিসাবে এবারে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের পৌঁছাবার ক্ষেত্রে বাড়তি নজর রাখা হয়েছে। প্রত্যন্ত এলাকা থেকেও যেন সঠিক সময়ে মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের কেন্দ্রে পৌঁছাতে পারেন তারজন্য ইতিমধ্যে বাড়তি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের বালুরঘাট ডিপো। যার মধ্যে চিঙ্গিশপুর রুটে মাধ্যমিক স্পেশাল বাস চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, জেলার যে প্রান্তেই মাধ্যমিক পরীক্ষার্থীরা বাসে উঠতে চাইবেন তাদের জন্য সেখানেই বাস দাঁড়িয়ে যাবে, এমনটাও নির্দেশ দেওয়া হয়েছে ডাইভারদের। এছাড়াও বেশ কিছু বিশেষ সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে দপ্তরের পক্ষ থেকে বলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বালুরঘাট ডিপোর সাব ইন্সপেক্টর আশুতোষ বাগ বলেন, মাধ্যমিক পরীক্ষা নিয়ে স্পেশাল বাস চালাবার পাশাপাশি বেশকিছু স্পেশাল উদ্যোগ নেওয়া হয়েছে।

