বালুরঘাট, ২০ এপ্রিল :———-. বন্ধ থাকা ফাস্টফুডের দোকানে ভরদুপুরে আগুন লাগার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট শহরের টাউন ক্লাব এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, সকালবেলায় ওই ফাস্টফুডের দোকানটি বন্ধ ছিল। কিন্তু আচমকা ওই দোকানের ভেতর থেকে ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দমকলকে খবর দিলে দমকল এসে আগুন নিভিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। তবে ঠিক কি কারনে আগুন লেগেছে তা বলতে পারেনি দমকল কর্মীরাও।
প্রত্যক্ষদর্শী পঙ্কজ কুমার মন্ডল বলেন, দোকানে বসে কাজ করবার সময় আচমকা পাশের ওই দোকান থেকে ধোঁয়া বের হতে দেখেন। যার পরেই ঘটনার খবর দেওয়া হয় দমকল কে। দমকল কর্মীরা এসে আগুন নিভিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। তীব্র দাবদাহের মধ্যে দুপুরের এই আগুন যথেষ্টই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

