বালুরঘাট, ৪ মার্চ ——– ব্যাট, উইকেট হাতে দুই কলেজ পড়ুয়া গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র! মন্ত্রী আসার আগে এই ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়ায় বালুরঘাট আইন কলেজ। ঘটনায় গুরুতর আহত হয়েছেন উভয়পক্ষের বেশ কয়েকজন ছাত্র। যাদের মধ্যে মৃগাঙ্ক ঘোষ নামে এক কলেজ পড়ুয়া বর্তমানে রক্তাক্ত অবস্থায় চিকিৎসাধীন বালুরঘাট জেলা হাসপাতালে। এদিকে এই ঘটনার খবর পেয়েই এলাকায় পৌছায় বালুরঘাট থানার বিরাট পুলিশ বাহিনী। নামানো হয় কমব্যাট ফোর্সও। মারপিটের কথা অবশ্য স্বীকার করেছেন টিচার ইন চার্জ।
জানা যায়, শনিবার ছিল বালুরঘাট আইন কলেজের গভর্নিং বডির মিটিং। যেখানেই হাজির হবার কথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা ওই কলেজের সভাপতি বিপ্লব মিত্রের। তার আগে এদিন সকাল থেকে একদল ছাত্র কলেজ প্রাঙ্গনে জটলা করতে থাকে। কলেজের বিভিন্ন সমস্যা সহ গভর্নিং বডির সভাপতিকে তারা মানেন না, এই শ্লোগান তুলে বিক্ষোভও দেখাতে থাকে। যেখানে সামিল হতে আপত্তি জানায় কলেজের অপর একদল ছাত্র ছাত্রী। যে ঘটনা নিয়েই ঝামেলার সুত্রপাত। এরপরেই বিক্ষোভরত ছাত্রদের একাংশ ব্যাট ও উইকেট হাতে মারমুখী হয় ওই ছাত্রদের উপর। চলে কলেজ প্রাঙ্গনে উভয়পক্ষের তুমুল মারপিট। যার জেরেই গুরুতর আহত আহত হয়েছেন উভয়পক্ষের বেশ কয়েকজন ছাত্র। ঘটনায় মাথা ফেটে রক্তাক্ত হয়েছেন মৃগাঙ্ক ঘোষ নামে এক কলেজ পড়ুয়াও। যিনি বর্তমানে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এই ঘটনা নিয়ে একদল ছাত্রছাত্রী মৃগাঙ্ক ও তার দলবলের বিরুদ্ধে কলেজে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগ তুলেছেন। তাদের অভিযোগ, মৃগাঙ্ক ও তার দলবলেরা কলেজ চত্বরে রীতিমতো দাদাগিরি দেখান। ক্লাস করতে চাইলে তাদের মারধর করা হয়। এদিন গভর্নিং বডির মিটিং এর বিরোধীতা না করায় তাদের মারধর করা হয়েছে। যদিও তাদের তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে অপর গোষ্ঠী। তাদের দাবি কলেজের অব্যবস্থা নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন চালাচ্ছিলেন তারা। সেসময় কিছু বহিরাগতরা তাদের উপর চড়াও হয়েছে। ঘটনায় রক্তাক্ত হয়েছেন একজন।

