বামনডাঙ্গা চা-বাগানে খাচাবন্দী হলো চিতাবাঘ

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

জলপাইগুড়ি——————–—–

ফের বামনডাঙ্গা চা-বাগানে খাচাবন্দী হলো চিতাবাঘ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
জানা গিয়েছে, ডুয়ার্সের বামনডাঙ্গা চা বাগানে বেশ কিছুদিন ধরে উপদ্রব চালাচ্ছিলো এই চিতাবাঘটি। সন্ধ্যা নেমে এলেই বাগানের শ্রমিক মহল্লায় ঢুকে ছাগল, গরু হাস, মুরগী তুলে নিয়ে সাবাড় করছিলো। এমন কি দিনের আলোয় চাবাগানে কাজ করতে আসা শ্রমিকদের তাড়া করত এই চিতাবাঘটি। একাধিক শ্রমিক চিতাবাঘের আক্রমণে আহতও হন। এরপরই বাগান কতৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে গত বৃহস্পতিবার বিকেলে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে বনদফতর। শুক্রবার সকালে দেখা যায় সেই ছাগল খেতে এসে খাচায় আটকে পড়েছে চিতাবাঘটি। খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় চিতাবাঘ দেখতে। এরপর খবর পেয়ে বনদফতরের খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিক শুশ্রূষার পর চিতাবাঘটিকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে বলে বনদফতর সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *