বুধবার ফের কুমারগঞ্জ থানার পুলিশের দ্বারস্থ হয়ে সন্ধ্যা ৬টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হন ওই পরিবার। জানা গিয়েছে, কুমারগঞ্জ থানার রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের ধাদল পাড়ার বাসিন্দা বলাই কিস্কু। গত ১২ জুলাই বাড়ি থেকে কিছুটা দূরে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ বলে জানা গিয়েছে। খুন বলে প্রথমিক অনুমান। এদিকে ঘটনার পরদিন থেকে মৃতের ভাই মৃতের স্ত্রী সহ তিন মেয়েকে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ। বাড়ি থেকে কোনো জিনিস নিয়ে যেতে দেওয়া হয়না বলেও অভিযোগ।
ঘটনার প্রতিবাদে কুমারগঞ্জ থানার পুলিশের দ্বারস্থ হন ওই পরিবার। এর আগে কয়েকবার মিমাংশার কথা বলা হলেও অপর পক্ষ আসেননি বলে অভিযোগ, মৃত বলাই কিস্কুর মেয়ের।
এদিকে বাড়িতে প্রয়োজনীয় এবং মূল্যবান অনেক জিনিসপত্র রয়ে গেছে তাঁদের। সেগুলি ফিরে পেতেই এদিন ফের কুমারগঞ্জ থানার পুলিশের দ্বারস্থ হন তাঁরা।

