বামনগোলা:———— বাড়ি থেকে বাথরুমের যাওয়ার নাম করে বেরিয়ে আত্মহত্যা করল এক ব্যক্তি। সাতসকাল এক ৫৫ বছর বয়সী ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য বামনগোলা থানায় পাকুয়াহাট এলাকার হাটখোলায়। পরিবার সূত্রে জানা গেছে গতকাল রাত্রিবেলা বাথরুমে নাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে ওই ব্যক্তি। তারপর বাড়িতে না আসায় খোঁজাখুঁজি করলে পরে বৃহস্পতিবার সাতসকাল ওই ব্যাক্তি কে হাটখোলায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকার লোকজন । জানা গেছে মৃত ব্যক্তির নাম সুশীল ওরাও (৫৫) বাড়ি পাকুয়াহাট এলাকার মির্জাপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতদের উদ্ধার করে, ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

