মালদা:———— বুধবার সকালে ঘটনাটি করেছে মালদার মোথাবাড়ি থানার গঙ্গা প্রসাদ কলোনি এলাকায়। জানা গেছে আক্রান্ত করা হল,রফিজুল সেখ, তার বোন তানজুমা বিবি, মিঠু সেখ,তানজিলা বিবি, নেহাল বেওয়া এবং রাজিনা বিবি। জানা যায় এদিন সকালে বাড়ির ভাগাভাগি নিয়ে রফিজুল সেখের সাথে গন্ডগোল বাঁধে আনুয়ার আলীদের সাথে। কথা কাটাকাটি থেকে শুরু হয়ে যায় দুই পরিবারের মধ্যে সংঘর্ষ। ঘটনায় রফিজুল সেখের পরিবারের মোট ছয় জন আহত হয়। এই ঘটনায় মোথাবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

