শিলিগুড়ি:-
বড়সড় সাফল্য।বাগডোগরায় ২টি পিস্তল ও ৩০রাউন্ড তাজা কার্তুজ সহ গ্রেফতার হল ৩।ধৃতদের নাম পুলক রায়,সৌমিত্র পাল ও প্রীতম সরকার।বালুরঘাটের হিলি এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে,আজ বালুরঘাট থেকে বাসে করে পিস্তল ও কার্তুজ নিয়ে বাগডোগরায় পৌঁছায় ধৃত ৩জন।গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরার ভুট্টাবাড়িতে শিলিগুড়ি কলকাতাগামী জাতীয় সড়কে সন্দেহভাজন অবস্থায় দাঁড়িয়ে থাকা ৩যুবককে আটক করে বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ।বুধবার এই বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডিসিপি (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুর জানান,গোপন সূত্রের ভিত্তিতে তল্লাশি চালিয়ে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় ৭এমএম ২টি পিস্তল ও ৩০রাউন্ড তাজা কার্তুজ। পিস্তল ছাড়াও ৫টি মোবাইল উদ্ধার হয়েছে।দীপাবলি শেষ হতেই নাশকতা না ডাকাতির ঘটনা ঘটাতে এই পিস্তল আনা হয়েছে বলে অনুমান পুলিশের। বেস্পতিবার রিমান্ডের আবেদন জানিয়ে ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তার তদন্তে নেমেছে বাগডোগরা থানার পুলিশ।

