শিলিগুড়ি:-
প্রায়শই বাগডোগরা এ শোনা যায় হাতির তাণ্ডব।বিশেষ করে শীতকালে বাগডোগরার বিভিন্ন এলাকায় খাবারের খোঁজে কিংবা অন্য কোন কারণে লোকালয় প্রবেশ করে হাতির দল।আর ইতিমধ্যেই গত কয়েকদিনে বহুবার বাগডোগরা বিভিন্ন এলাকায় দলছুট হাতির দল লক্ষ্য করা গিয়েছে।বিশেষ করে এই হাতির দল গুলি সকালে বাগডোগরা বিভিন্ন এলাকায় বিশেষভাবে দেখা মেলে।তাই এবার বনদপ্তরের তরফে আগেভাগে বাগডোগরার লোকালয়ে ঘুরে বেড়ানো দলছুট হাতের সম্বন্ধে সতর্ক করল বনদপ্তর।শনিবার মাইকিং এর মধ্য দিয়ে সকলকে সতর্ক করা হয়।

