বাইক ও মারুতির ধাক্কায় আহত এক জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত জামার এলাকায়।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

জানা গিয়েছে একটি মারুতি সীহল এর দিক থেকে বংশীহারীর দিকে আসার সময় জামার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মারুতির সঙ্গে ধাক্কা লাগে উল্টো দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে । ঘটনায় আহত হয় বাইক আরোহী। আহত বাইক আরোহীর নাম জুয়েল রানা বাড়ি শীহল এলাকায়। ঘটনায় ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। ছুটে আসে স্থানীয় সিভিক ভলেন্টিয়ার ও পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মিলন পুজোর জানিয়েছেন সিহল এর দিক থেকে একটি মারুতি বংশীহারীর দিকে যাচ্ছিল ও একটি বাইক বংশীহারীর দিক থেকে সিহল এর দিকে আসছিল । আসার সময় জামার এলাকায় বাইকের সঙ্গে মারুতির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। পাল্টি খেয়ে যাই বাইক। যদিও আহত সেমন কেউ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *