বাংলা-সিকিম সংযোগকারী ১০নম্বর জাতীয় সড়ক টানা বর্ষণে ও ধসে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।ধসে রাস্তা ভেঙে তিস্তার গর্ভে চলে যাওয়ায় পশ্চিমবঙ্গ এবং সিকিমের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় নেমে এসেছে।এর ফলে প্রতিদিন প্রায় ২০০কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে বলেই দাবি দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বৃষ্টের।পাশাপাশি,সীমাহীন দুর্ভোগে পড়ছেন পর্যটক থেকে শুরু করে স্থানীয় সিকিম কালিম্পং এবং দার্জিলিংয়ের পাশাপাশি সমতলের বাসিন্দারাও।শনিবার পশ্চিমবঙ্গ সিকিম ১০নম্বর জাতীয় সড়কের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে দার্জিলিংয়ের সাংসদ রাজু বৃষ্ট পরিদর্শনে যান ক্ষতিগ্রস্ত ১০নম্বর জাতীয় সড়ক।কালিম্পং জেলার শ্বেতি ঝোড়া,লিকুভির,মল্লি সহ একাধিক জায়গায় রাস্তা সম্পূর্ণভাবে ধসে গিয়েছে।কোথাও কোথাও রাস্তার চিহ্নও নেই।আপৎকালীন ব্যবস্থায় ছোট গাড়ির জন্য পাহাড় কেটে অস্থায়ী পথ তৈরি করা হয়েছে।তবে বড় গাড়িগুলোকে ঘুরপথে চালানো হচ্ছে,যার ফলে সময় ও খরচ দুই-ই বাড়ছে।আজ পশ্চিমবঙ্গ সিকিম দশ নম্বর জাতীয় সড়ক পরিদর্শনের পর দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বৃষ্ট জানান,এই সড়কটি প্রতিবছরই বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়।জাতীয় সড়কের বিস্তীর্ণ অংশ ধষে তিস্তার গর্ভে চলে গেছে।এতদিন পূর্ত দপ্তর এর দায়িত্বে থাকলেও কোনো দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ হয়নি।এই সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন।দার্জিলিং এর বিজেপি সাংসদ বলেন,জাতীয় সড়কটির স্থায়ী উন্নয়নের জন্য ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং এনএইচপিসিকে যৌথভাবে কাজ করতে হবে।সাংসদের প্রস্তাব,আপৎকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে নদীর উপর দিয়ে ওভার ব্রিজ নির্মাণ করা জরুরি।এর ফলে বৃষ্টির সময় সড়ক ধসের ঝুঁকি এড়িয়ে বিকল্প যোগাযোগ রক্ষা করা সম্ভব হবে।

