গঙ্গারামপুর,৬ মার্চ :
গঙ্গারামপুর শহরের যে কয়েকটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তারমধ্যে অন্যতম কাদিহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। প্রায় ৩১০ জন ছাত্র ছাত্রী রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র,ছাত্রীরা অংশ নিয়ে থাকে। স্বাভাবিক ভাবে সোমবার বিদ্যালয় প্রাঙ্গনে পড়ুয়াদের নিয়ে শান্তি নিকেতনের আদলে বসন্ত উৎসব পালনের আয়োজন করেন শিক্ষক,শিক্ষিকারা। স্কুল খুলতে শুরু হয় বসন্ত উৎসব। খুদে পড়ুয়াদের দ্বারা বসন্তের নাচ ও গানে মুখরিত হয়ে ওঠে কাদিহাট এলাকা।অনুষ্ঠান শেষে একে অপরকে আবীরের রং এ রাঙিয়ে তোলে। পড়ুয়াদের সঙ্গে তাল মেলান এলাকার অভিভাবকরাও। লাড্ডু বিলি করা হয় বিদ্যালয়ের তরফে।

