বর্নাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে গঙ্গারামপুরে শুরু হল ক্রেতা সুরক্ষা মেলা।

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য

গঙ্গারামপুর  ,৫ মার্চ :
এতদিন ক্রেতা সুরক্ষা মেলা কলকাতা সহ আশপাশ এলাকায় হত। বিপ্লব মিত্র ক্রেতা সুরক্ষা মন্ত্রী হবার পর বিভিন্ন বিষয় তুলে ধরতে মেলার উদ্যোগ নেন। সেই মত উত্তরবঙ্গের গঙ্গারামপুরে এই প্রথম ক্রেতা সুরক্ষা মেলা অনুষ্ঠিত হল। চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। ক্রেতা সুরক্ষা মেলা ঘিরে তিনদিন ধরে রয়েছে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় স্থান পেয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হস্ত শিল্প। এদিন মেলা শুরু আগে রবীন্দ্র ভবন থেকে ট্যাবলো সহ বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এরপর গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড,মিশনমোড় হয়ে স্টোডিয়ামে মেলা প্রাঙ্গণে শেষ হয়। এরপর সেখানে উপভোক্তা বিষয়ে গৌড়বঙ্গের তিন জেলার ছাত্র ছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত। কুইজ প্রতিযোগিতার পর এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাত,উত্তরবঙ্গ উন্নয়ন রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন,সংখ্যালঘু শিক্ষা মন্ত্রী গোলাম রাব্বানী,উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
ওম প্রকাশ মিশ্র,বিধায়ক মোসারফ হোসেন,দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়,মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল ইসলাম,দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা,দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার রাহুল দে,ইংরেজ বাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরি,প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *