বন্য শুয়োরের হামলায় মৃত্যু হল এক ব্যক্তির

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

কোচবিহার:- গতকালের পর ফের আজ বন্য শুয়োরের হামলায় মৃত্যু হল এক ব্যক্তির । মাথাভাঙ্গা দুই ব্লকের ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত ভেলা কোপা এলাকার ঘটনা । মৃতের নাম কাশী কান্ত বর্মন। জানা গেছে স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বপন বর্মনের বাবা এই কাশী কান্ত বর্মন । মাঠে গরু আনতে যাবার সময় বন্য শুয়োরের হামলায় মৃত্যু হয় কাশী কান্ত বর্মনের। ঘটনায় শোকের ছায়া নেমেছে সেই এলাকায়। খবর পেয়ে ছুটে গিয়েছে পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূল নেতৃত্ব ।
উল্লেখ্য রবিবার লাগাতার বৃষ্টিকে ভুটান পাহাড়ের জল বন্যা পরিস্থিতি তৈরি হয় গোটা কোচবিহার জেলা জুড়ে । যার ফলেই বিভিন্ন বন্যপ্রাণী নদীর জলে ভেসে বিভিন্ন গ্রামীন এলাকায় চলে এসেছে। ইতিমধ্যে বন দপ্তর সেগুলো খোজ চালাচ্ছে । এরই মধ্যে গতকালই এই বন্য শুয়োরের হামলায় ধীরেন বর্মন নামে একজনের মৃত্যু হয়েছে। আজ আরেকজনের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *