বন্দুকবাজের তাণ্ডবের পর এখনো থমথমে পুরাতন মালদা থানার মুচিয়ার চন্দ্রমোহন হাইস্কুল। স্কুলে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। ইতিমধ্যে জেলা পুলিশের বন্দুকবাজকে বুদ্ধিমত্তার সাথে গ্রেফতারের ঘটনায় প্রশংসা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৃহস্পতিবার সকাল থেকেই চন্দ্রমোহন হাইস্কুল এবং মুচিয়া এলাকা রয়েছে থমথমে। এদিন স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার ছিল একেবারেই সামান্য। বহু অভিভাবকেরা আতঙ্কের কারণে নিজেদের ছেলে মেয়েদের স্কুলে পাঠানোর সাহস পায় নি । শিক্ষক-শিক্ষিকেরা উপস্থিত থাকলেও তাদের এক অফিস ঘরে গুটি-শুটি মেরে বসে থাকতে দেখা গিয়েছে। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, এখনতো নিরাপত্তা দেওয়া রয়েছে। এটা কতদিন থাকবে। আগামী দিনে যে এই ধরনের ঘটনা ঘটবে না তা নিশ্চিত করে কে বলতে পারে। তাই আমরা চাই পুলিশের নজরদারি আরো বেশি করে বাড়ানো হোক।

