দক্ষিণ দিনাজপুর, ২ সেপ্টেম্বর ——– । সোমবার সকালে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার দৌলতপুরে। ঘটনার পরেই দমকলের একটি ইঞ্জিন এলাকায় গিয়ে স্বাভাবিক করে পরিস্থিতি। ছুটে আসে বংশীহারী থানার বিরাট পুলিশ বাহিনীও।
জানা গিয়েছে, বংশীহারীতে এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দেয় আদিবাসী সমাজ। কিন্তু ঠিক তার আগের দিন অর্থাৎ রবিবার আদিবাসী ফোরামের তরফে সোমবারের বনধ স্থগিত রাখার কথা ঘোষণা করা হয়। শুধু তাই নয় পুলিশের উপর তাদের সংগঠনের ভরসা রয়েছে, সে কথাও জানানো হয় তাদের তরফে। আর এরপরে এদিন সকালে গঙ্গারামপুর থেকে কালনাগামী একটি সরকারি বাস দৌলতপুরে পৌঁছাতেই বেশ কিছু ক্ষিপ্ত আদিবাসী মানুষজন সরকারি বাসটি আটকে বেপরোয়া ভাঙচুর চালিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেন। যে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় বংশীহারী থানার পুলিশ। অন্যদিকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আর যাকে ঘিরে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এলাকাজুড়ে।

