বংশীহারী ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বদলপুর সমবায় সমিতি রয়েছে। সেই সমিতির টাকা আত্মসাৎ করার অভিযোগ করেন সমবায় দায়িত্বে থাকা সিই। সমবায় সমিতির টাকা আত্মসাৎ করার অভিযোগে চারসিটে নয় জন অভিযুক্তদের নাম রয়েছে। নয় জনের মধ্যে পাঁচজন সমবায় সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন। পাঁচজন এই কেসে বহু আগেই জামিন নিয়ে নিয়েছে। বাকি চারজন মূল অভিযুক্তরাই জামিন নাই নি বলে এবং উপযুক্ত প্রমাণ থাকার কারণে চারজনের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এই তিনজন অভিযুক্তের নাম আশক চক্রবর্তী, ভোটারু রায়, ধীমান রায়। এখনো অধরা ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাবা রথীন রায়। এদের প্রত্যেকের বাড়ি বদলপুর এলাকা জুড়ে এবং তারা প্রত্যেককেই বিজেপি মেম্বার ছিলেন বলে অভিযোগ।
এ বিষয়ে বংশীহারী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল অভিযোগ করে জানিয়েছেন ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বদলপুর সমবায় সমিতির লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বদলপুর এলাকার বিজেপি মেম্বাররা। নয় জন অভিযুক্তদের মধ্যে মধ্যে পাঁচ জন সমবায় সমিতির কর্মীরা জামিন নিয়েছে। বাকি চারজনের মধ্যে তিনজনকে উপযুক্ত প্রমাণ থাকায় গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত ব্রোজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাবা রথীন রায় এখনো অধরা। আমরা চাই অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
এ বিষয়ে কেসের আয় তথা গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন আমরা তিনজনের নামে উপযুক্ত প্রমাণ থাকায় তিনজনকে গ্রেফতার করেছে। বাকি পাঁচজন আগেই জামিন নিয়েছে। বাকি একজন মারা গিয়েছে।
এ বিষয়ে বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানিয়েছেন বিষয়টি আমার জানা নেই জানলে অবশ্যই জানাবো।

