বছর ছয় এর এক বাচ্চা মেয়েকে শ্বাস রোধ করে খুনের । ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা রতুয়া দুই ব্লকের সম্বলপুর এলাকায়।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা:——–—বছর ছয় এর এক বাচ্চা মেয়েকে শ্বাস রোধ করে খুনের । ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা রতুয়া দুই ব্লকের সম্বলপুর এলাকায়।
আসিফার বাবা আব্দুল খালেক বলেন, গতকালকে আমার মেয়ে তার মায়ের সাথে নানুর বাড়ি ঘুরতে আসে। আজকে দুপুর ১১ টার দিক থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা এদিক ওদিক অনেক খুঁজেও না পেয়ে। আশেপাশের বাড়ি গুলিতে খোঁজাখুঁজি করি। তখনই রুমা নামের এক মহিলার । বাড়িতে খোঁজাখুঁজি করতে গেলে সেখানে আমার মেয়েকে লেপচাপা অবস্থায় । দেখতে পাওয়া যায়। আমার মেয়ের গলায় এবং কানে সোনার গহনা ছিল। সেগুলিও ছিনতাই করা হয়েছে। আমি চাই পুলিশ প্রশাসন সঠিক তদন্ত করে ওই মহিলাকে উপযুক্ত শাস্তি দিক।
মৃতা আসিফা আক্তার জাহানের নানা । মোহাম্মদ আজিজুল হক জানান, গতকালকে আমার মেয়ে ও নাতনি আমার বাড়ি ঘুরতে আসে। আজ দুপুর থেকে আমার নাতনিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেখানে না পেয়ে আশেপাশের বাড়ি গুলি তল্লাশি করি। রুমা খাতুন নামে এক মহিলার বাড়িতে। আবার নাতনিকে মৃত অবস্থায় পাই। গ্রামের লোকেরা ওই মহিলা নাটক করে পুকুরিয়া পুলিশের হাতে তুলে দেয়। আমার নাতনির গলা এবং কানের সোনার গহনা এবং পায়ে রুপোর নুপুর ছিল। সেগুলি আত্মসাৎ করার উদ্দেশ্যেই আমার নাতনিকে মেরেছে ওই মহিলা। আমরা ঐ মহিলার ফাঁসি চাই।
। ঘটনার তদন্তে নেমেছে পুকুরিয়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *