দক্ষিণ দিনাজপুর পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি বংশীহারী থানার অন্তর্গত বংশীহারী এলাকাতেই।পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম রাজা হালদার(১৭)বাড়ি বংশীহারী থানার সরাইহাট এলাকায় |মৃত ওই যুবক বাইক নিয়ে বংশীহারী থেকে বুনিয়াদপুর এদিকে যাচ্ছিল | সেখানেই পথ দুর্ঘটনার কবলে পরে সে।স্থানীয় লোকজন দেখতে পেয়ে তড়িঘড়ি করে তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। বুধবার গভীর রাতে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে l এবিষয়ে মৃতের আত্মীয় জানিয়েছেন, আমরা ভাবতেই পারিনি এভাবে চলে যাবে

