গঙ্গারামপুর ১৬ জুন দক্ষিণ দিনাজপুর :————-খাবারে বিষক্রিয়া হয়ে মৃত্যু উচ্চমাধ্যমিক ছাত্র, অসুস্থ একই পরিবারের আরো ৪জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত কেশরঘাটা এলাকায়। মৃত পরিবারকে সমবেদনা দিতে পৌঁছালেন ওই এলাকার কংগ্রেস পার্থী সরফরাজ আলী।
পরিবার সূত্রে জানা গিয়েছে কেশরঘাটা এলাকার বাসিন্দা পোপেন চন্দ্র রায়ের পরিবারের ৫ জন সদস্য গত মঙ্গলবার রসিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। খাবারে বিষক্রিয়া হয়ে অসুস্থ হয়েছিল বলে ভারপ্রাপ্ত চিকিৎসক জানিয়েছেন। পরের দিন বুধবার উন্নত মানের চিকিৎসার জন্য পাঠানো হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। শুক্রবার সকালে রক্ত বমি হয়ে মারা যায় পোপেন চন্দ্র রায় এর ছেলে ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের ছাত্র ছিল। এখনও গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন সুরেন্দ্রনাথ রায় (৭০) ও মালদা দিশারী নার্সিংহোমে চিকিৎসাধীন অর্পিতা রায় (১৯)। মৃত্যুর খবর পেয়ে ছুটে গেছেন পরিবারকে সমবেদনা জানাতে কংগ্রেসের জেলাপরিষদের পার্থী সরফরাজ আলী। সেই পরিবারের লোকজনদের পাশে দাড়িয়েছেন তিনি। অসুস্থদের সু চিকিৎসা বেবস্থা করে দেবার আশ্বাস দিয়েছেন তিনি। সেই এলাকার বিশিষ্ট সমাজসেবী সরফরাজ আলী কে পাশে পেয়ে কিছুটা খুশি হয়েছেন সেই পরিবারের সদস্যরা।
এবিষয়ে মৃত যুবকের আত্মীয় হরশিদ রায় জানিয়েছেন আমার ভাবনা খাবারে বিষক্রিয়া হয়ে চিকিৎসারত অবস্থায় মারা গিয়েছে হাসপাতালে। এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আরো কয়েকজন। গ্রামের লোকজনের পাশাপাশি পাশে এসে দাঁড়িয়েছেন সমাজসেবী সরফরাজ আলী। আমি চাই এরকম দুর্ঘটনা আরো যেনো কারো সঙ্গে না হয়।
এই বিষয়ে বংশীহারী জেডপি ২১ জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী সরফরাজ আলী জানিয়েছেন, আমরা এক তরতাজা যুবকের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে ছুটে এসেছি পরিবারের সঙ্গে দেখা করতে। সেই পরিবারের আরো কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন। আমরা তাদের সু চিকিৎসা করিয়ে দেবার বেবস্থা করছি।

