কোচবিহার:- ফের বিস্ফোরক মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন দিনহাটা ২ ব্লকের সাহেবগঞ্জ এলাকায় তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে আক্রমণ করে বলেন, যদি শিশির অধিকারীর সত্তিকারের বেটা হয় তাহলে দিনহাটা এসে আমার বিরুদ্ধে প্রার্থী হোক। উদয়ন গুহ কাগজের বাঘ হয় না । তাহলে শুভেন্দু কাক তাড়ুয়া মন্তব্য উদয়নের।
পাশপাশি তিনি দলের মধ্যে গোষ্ঠী কোন্দল নিয়ে দলীয় কর্মীদের হুঁশিয়ারি দেন । তিনি বলেন যে দুজন গোষ্ঠী কোন দল করবে। দুজনকেই বসিয়ে দেওয়া হবে । যারা দলের থেকে দলের নিচ থেকে তাল কাটার চেষ্টা করবেন তাদের দলীয় কর্মীরা সোজা করে দেবে ।
এছাড়া এস আই আর নিয়ে বিজেপি কে আক্রমণ করে মন্ত্রী উদয়ন গুহ ।

