বালুরঘাট, ২৮ অক্টোবর —–— পুরনো মামলায় ফের বালুরঘাটে গ্রেফতার লগিন দাস। রবিবার শহরের খাদিমপুর এলাকায় তার বাড়ি থেকেই গ্রেফতার করেছে বালুরঘাট থানার পুলিশ। যাকে ঘিরে ওইদিন রাতভর থানা চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। তবে দীর্ঘ ছবছর জেল খেটে বেরিয়ে আসা এই নেতার হঠাৎ গ্রেফতারি নিয়েও শুরু হয়েছে নানান জল্পনা। সোমবার সকালে হিলি থানার পুলিশ তাকে আদালতে হাজির করলে বিচারক লগিন দাসকে ১২ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, হিলি থানার নপাড়া এলাকায় এক নাবালিকা মেয়েকে পাচার এবং তার পরিবারের লোকজনকে মারধরের অভিযোগে বহুদিন আগেই দুটি মামলা দায়ের হয়েছিল লগিন দাসের বিরুদ্ধে। অভিযুক্ত হিসাবে তার নাম পুলিশ রেকর্ডে ছিল, যে মামলাতেই তাকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, ২০১৮ সালে একটি মাদক মামলায় প্রায় ছয় বছরের সাজা খেটে কয়েক মাস আগেই বাড়ি ফেরেন লগিন দাস। যেখান থেকে ফেরার পর থেকেই তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে সক্রিয়তার সঙ্গে তাকে দেখা যাচ্ছিল, যা রাজনৈতিক মহলে নজর কাড়ে। এদিকে তার বিরুদ্ধে থাকা নপাড়ার পুরনো মামলাগুলি নিয়ে তড়িঘড়ি গ্রেফতার করায় শুরু হয়েছে রাজনৈতিক মহলে কানাঘুষো।
তবে হিলি থানার পুলিশ জানিয়েছে, পুরনো মামলার ভিত্তিতেই এই গ্রেফতারি। লগিন দাসের সাম্প্রতিক সক্রিয়তা ও রাজনৈতিক সম্পর্কের কারণে এই ঘটনা নতুন মাত্রা পেয়েছে।
বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী জয়ন্ত মজুমদার জানিয়েছেন, হিলির পুরনো দুটি মামলায় গ্রেফতার হওয়া লগিন দাসকে এদিন আদালতে তোলা হলে বিচারক ৮ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

