গঙ্গারামপুর ——- ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। মৃতরা হলেন ধনঞ্জয় রায়(২৩) অপরজন রণদিত্য রায় (২১) বাড়ি গঙ্গারামপুর থানার নওদাপাড়া এলাকায়। পুলিশ মৃত মর্গে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।পরিবার সূত্রে জানা গিয়েছে রবিবার রাত্রে বোর্ডডাঙ্গি এলাকায় ফুটবল খেলা দেখতে এসেছিল দুই যুবক। খেলা দেখে মোটরবাইক করে বাড়ি ফেরার পথে নারায়নপুর শিয়ালগাছি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পিলারে ধাক্কা মারে। ঘটনায় ওই দুই যুবক আহত হয়।ঘটনাটি স্থানীয় দের নজরে আসে তড়িঘড়ি করে দুই যুবককে নিয়ে যাওয়া হয়। গঙ্গারামপুর সুপার স্পেশালি হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে দুই যুবককে। ঘটনা শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ এলাকা জুড়ে। গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ দুটি মর্গে পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে।

