ফাকা বাড়ির সুযোগ নিয়ে হাত সাফাই চোরের দলের

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

শিলিগুড়ি:———–—-

দিনের পর দিন বেরেই চলছে চুরির ঘটনা।ফাকা বাড়ি পেলেই হাত সাফ করে পালিয়ে যাচ্ছে চোরের দল।বিগত একবছরে এমন চুরির ঘটনা প্রতিনিয়ত ঘটে চলছে শহর শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায়।পুলিশ এমন ঘটনায় একাধিক অপরাধিকে শ্রীঘরে ঢোকাতে পারলেও কমেনি চুরির গতি।শুধু বাড়িতে নয়,নির্মিয়মান বাড়ি লোহার রড,রাস্তার উপর লোহার স্ল্যাপ,কিছুই রেহাই পাচ্ছে না এই চোরের হাত থেকে।একপ্রকার রাত্রের অন্ধকারে গ্যাস কাটার নিয়ে নির্ভয়ে এমন কাজ করে চলছে শহরে।চোরের উপদ্রপে বর্তমানে অতিষ্ঠ শহর।
ব্যাতিক্রম নয় শনিবার।বাড়ি ফাকা থাকার সুযোগ নিয়ে পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের সুভাষ পল্লি নেতাজী রোডে ঘরের দরজা ভেঙ্গে টিভি,থেকে শুরু করে,পাম্প,বৈদুতিক তার সহ সমস্থ কিছুই চুরি করে নিয়ে যায় চোরের দল।জানা গেছে বাড়ির মালকিন কল্যানী চক্রবর্তী অসুস্থতার জন্য বেশ কয়েকদিন যাবদ শিবমন্দিরে তার জামাই এর বাড়িতে থাকতো,সেই কারনে তাদের বাড়ি একপ্রকার ফাকাই ছিল।আর তার সুযোগ নিয়ে গত শুক্রবার রাত্রে এমন চুরির ঘটনা ঘটায় চোরের দল।ঘটনার পরপরই শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *