কোচবিহার :- ———-—ফাইনাল সেমিস্টারের পরীক্ষা চলাকালীন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের একটি ইলেকট্রিক প্যানেলের আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে দ্রুত বিশ্ববিদ্যালয় কর্মচারীদের তৎপর্যয় আগুন নিভিয়ে ফেলা হয় । বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় এদিন নিচ তলার ইলেকট্রিক প্যানেল রুম থেকে ধোঁয়া বেরোতে দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মীরা। এরপরই তড়িঘড়ি তারা নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও এই ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই ঘটনায় বিদ্যুৎবিহীন হয়ে পড়ে গোটা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় পরীক্ষা চলাকালীন ঘটনায় সমস্যার সম্মুখীন হচ্ছেন ছাত্র-ছাত্রীরা। তবে জানা গিয়েছে প্রায়ই এই ধরনের ঘটনা ঘটছে বিশ্ববিদ্যালয়। তবে দ্রুত এর সমাধান না করা হলে হয়তো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ।
যদি এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনরকম মন্তব্য করতে চান।

