প-‌দিয়ে প্রবন্ধ লিখে ‘‌ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’‌-‌এ নাম তুললেন মালদার সঞ্জয়কুমার দাস।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা-‌————————-—–প-‌দিয়ে প্রবন্ধ লিখে ‘‌ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’‌-‌এ নাম তুললেন মালদার সঞ্জয়কুমার দাস। তাঁর প্রবন্ধের শিরোনাম ‘‌প্রজা-‌প্রজেশ্বর পরিকথা।’‌ ৩৭১ শব্দ বিশিষ্ট এই বিস্ময়কর প্রবন্ধে প্রতিটি শব্দের আদ্যক্ষর ‘‌প’‌ দিয়ে। পেশায় শিক্ষক সঞ্জয়বাবু ইংরেজবাজার শহরের কৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা। যদিও এই যাত্রা খুব সহজ ছিল না তাঁর। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিধান থেকে পছন্দের সমার্থক শব্দ খুঁজে তারপর বাক্য সম্পূর্ণ করতে বেশ সময় লেগে যায়। এই সম্মান পেয়ে আপ্লুত সঞ্জয়বাবু জানান, ‘‌এই সম্মান পেয়ে আমি খুশি। আনন্দিত আমার আত্মীয়-‌পরিজনেরাও। প্রত্যেককে এভাবে চেষ্টা করে যেতে হবে। আমি চাই, আমাকেও ছাড়িয়ে যাক সব।’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *