বালুরঘাট, ২৪ সেপ্টেম্বর ——- আদালতের নির্দেশ অমান্য করে জাতীয় সড়ক দাপাচ্ছে তিন চাকার টোটো। নিশ্চুপ জেলা প্রশাসন। প্রতিবাদে জেলার দশটি পকেট রুটে বাস, ট্রেকার ও অটো চলাচল বন্ধ রেখে আন্দোলন বাস মালিক সংগঠনের। মঙ্গলবার সকাল থেকে বাস মালিক সংগঠনের তরফে ডাকা এমন অনির্দিষ্টকালের বন্ধের জেরে পুজোর মুখে চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। যা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকেই। জানা গেছে, জেলার সদর শহর বালুরঘাট ও মহকুমা শহর গঙ্গারামপুর থেকে বিভিন্ন পকেট রুটে প্রায় ২০০ টিরও বেশি বাস, ট্রেকার, ম্যাক্সি ও অটো চলাচল করে। বিগত বেশ কয়েকবছর ধরে সেই সমস্ত পকেট রুট গুলি কার্যত দখলে নিয়েছে শয়ে শয়ে টোটো। আর যার জেরে বাস মালিকদের ব্যবসা একপ্রকার লাটে উঠবার জোগাড় তৈরি হয়েছে পুরো দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। যা নিয়ে বাস মালিক সংগঠনের তরফে একাধিকবার প্রশাসনের দারস্থ হলেও সেভাবে কোন সদুত্তর মেলেনি প্রশাসন তরফে বলে অভিযোগ বাস মালিকদের। আর যার প্রতিবাদে পুজোর মুখে জেলার প্রায় সমস্ত পকেট রুটের গাড়ি চলাচল বন্ধ রেখে আন্দোলনে নেমেছে বাস মালিক সংগঠন। তাদের দাবি, আদালতের নির্দেশে জাতীয় সড়কে টোটো চলাচল সম্পুর্ন বন্ধ রাখতে হবে। কিন্তু এ জেলাতে প্রশাসনকে সম্পুর্ণ বুড়ো আঙুল দেখিয়ে জাতীয় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে তিন চাকার হাজার হাজার টোটো। যেখানে টোটো চলাচল বন্ধ না হলে তাদের ডাকা লাগাতার আন্দোলন জারি থাকবে বলেও হুশিয়ারি দেওয়া হয়েছে বাস মালিক সংগঠনের তরফে।
বালুরঘাট বাস ওনার্স এসোসিয়েশনের সম্পাদক মানস চৌধুরী বলেন, আদালতের নির্দেশ অমান্য করে জাতীয় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে টোটো। যা নিয়ে নিশ্চুপ জেলা প্রশাসন। আর যে কারনে বাস মালিকরা প্রতি বাসে প্রতিদিন প্রায় হাজার টাকা করে লোকসান গুনছেন। যার কারনেই এমন প্রতিবাদ আন্দোলন তাদের

