গঙ্গারামপুর : শুক্রবার বিকালে দক্ষিণ দিনাজপুর জেলার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির ডাকে, নিয়োগ পত্র পাওয়া যুবকের চাকরি বরখাস্তের দাবি জানিয়ে গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারকে ডেপুটেশন দিল সংগঠনের সদস্যরা। সংগঠনের সভাপতি ও কোষাধ্যক্ষের অভিযোগ,প্রামানিকরা কখনোই আদিবাসী তালিকাভুক্ত নন। চাকরির বরখাস্ত দাবি জানিয়ে আন্দোলনে নেমেছি।মুখ্যস্বাস্থ্য আধিকারিকের কাছেও আবেদনপত্র জমা করা হয়েছে। হাসপাতালে সুপার জানিয়েছেন, আদিবাসীদের সংগঠনের আবেদনপত্র পেয়েছি,রাজ্যে পাঠিয়ে দেওয়া হবে।ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকাজুড়ে। চলতি মাসের ৩ই মার্চ রাজ্য স্বাস্থ্য ভবন থেকে বিভিন্ন হাসপাতালে গুলিতে ল্যাব টেকনিক্যাল অফিসার পদে বেশ কয়েকজনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের জন্য আদিবাসী কোঠায় সেখানে রাজ্য স্বাস্থ্য ভবন থেকে প্রকাশিত তালিকায় ৩মার্চ তারিখে ৯নম্বর তালিকায় জ্যোতির্ময় প্রমানিকের নাম এসেছে আদিবাসী কোঠা হিসেবে।পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্যদের অভিযোগ, জ্যোতির্ময় প্রামাণিক কখনোই আদিবাসী তালিকাভুক্ত নয়,এমনি অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির নেতা কর্মীরা গঙ্গারামপুর মহকুমা হাসপালের সুপারকে ডেপুটেশন দেন।তারা অভিযোগ করে বলেন, বিষয়টি নিয়ে জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারীকে ডেপুটেশন দেওয়া হয়েছে।আদিবাসীদের কোঠার চাকুরি জ্যোতির্ময় প্রামানিক কিভাবে পান?

