গঙ্গারামপুর —-—-গঙ্গারামপুর বিজেপি শহর মন্ডলের পক্ষ থেকে এদিন সকাল ৮টা নাগাদ প্রধানমন্ত্রীর দীর্ঘ আয়ু কামনায় রাম পূজার মধ্য দিয়ে জন্মদিন পালন করা হলো মাড়োয়ারি ভবনে। এদিন সেখানে উপস্থিত ছিলেন বিজেপি দক্ষিণ দিনাজপুর জেলা সহ সম্পাদক অশোকবর্ধন, টাউন মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ, মহিলা টাউন সভানেত্রী রূপালী প্রামানিক, গঙ্গারামপুর যুব মোর্চার সভাপতি কৌশল দত্ত চৌধুরী সহ বিজেপি নেতৃত্ব।
এ বিষয়ে গঙ্গারামপুর টাউন মন্ডল এর সভাপতি জানিয়েছেন প্রধানমন্ত্রীর 73 তম জন্মদিন উপলক্ষে আমরা গঙ্গারামপুর শহর মন্ডলের পক্ষ থেকে উনার দীর্ঘ আয়ু কামনায় রাম মন্দিরে এসে পুজো করলাম।

