বালুরঘাট, ১ মার্চ –––রাস্তা নেই, ভোট বয়কটের হুশিয়ারি দিয়ে জেলা পরিষদ ঘেরাও বাসিন্দাদের। বুধবার এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ চত্বরে। জানা গেছে, বংশীহারি ব্লকের পিছলা হইতে আঙ্গারুন পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে। কাচা রাস্তায় চরম দুর্ভোগের মধ্যদিয়েই চলাচল করতে হয় বাসিন্দাদের। বাম থেকে ডান কোন আমলেই এর সুরাহা না হওয়ায় একপ্রকার বাধ্য হয়েই এমন আন্দোলনের পথ বেছে নিয়েছেন । এদিন এলাকার বাসিন্দারা একত্রিতভাবে প্ল্যাকার্ড হাতে নিয়ে জেলা পরিষদে ঢুকে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন। যাকে ঘিরে রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। যদিও পরবর্তীতে কতৃপক্ষের আশ্বাসে স্বাভাবিক হয় পরিস্থিতি।

