পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবককের।ঘটনায় জখম হয়েছেন আরো দুই যুবক সহ এক নাবালক। পথ দুর্ঘটনা দুটি ঘটেছে গঙ্গারামপুর থানার প্রানসাগর ও সুকদেব এলাকায়

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর,২৩ জুন :——— পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবককের।ঘটনায় জখম হয়েছেন আরো দুই যুবক সহ এক নাবালক। পথ দুর্ঘটনা দুটি ঘটেছে গঙ্গারামপুর থানার প্রানসাগর ও সুকদেব এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত যুবককের নাম নীরেশ মন্ডল (২১)। তাঁর বাড়ি গঙ্গারামপুর থানার ফুলবাড়ি স্কুলপাড়া এলাকায়। আহতরা হল দীপঙ্কর কর্মকার (২৪)। নিত্যানন্দ সরকার (২৫) ও রকি সরকার (১৬ )। তাদের বাড়ি গঙ্গারামপুর থানার ফুলবাড়ি স্কুল ও সুকদেবপুরের জয়দেবপুর এলাকায়।
জানা গিয়েছে গঙ্গারামপুর থানার ফুলবাড়ি স্কুলপাড়া এলাকা যুবক নীরেশ মন্ডল ও দীপঙ্কর কর্মকার একে অপরের বন্ধু। বৃহস্পতিবার রাতে মোটর বাইকে চেপে প্রানসাগর এলাকায় গিয়েছিল। রাতে সেখান থেকে বাড়ি ফেরার পথ মোটর বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় গুরুতর জখম হয় নীরেশ ও দীপঙ্কর। বেশ কিছু সময় পর বিষয়টি পথ চলতি মানুষজনের নজরে আসলে তড়িঘড়ি তাদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনায় তাদের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা দুইজনকে শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থান্তারিত করে। সেখানে মৃত্যু হয় নীরেশের। হাসপাতালে চিকিৎসা চলছে দীপঙ্করের। তাঁর পায়ে আঘাত লেগেছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে ।
অপর দিকে এদিন গঙ্গারামপুর থানার সুকদেবপুরে মোটর বাইক ও ভূটভূটির সংঘর্ষে গুরুতর জখম হয় যুবক সহ এক নাবালক। জানা গিয়েছে মোটর বাইকে চেপে নিত্যানন্দ সরকার ও রকি সরকার গঙ্গারামপুরের দিকে আসছিল। সুদেবপুর এলাকায় অপর দিক থেকে আসা একটি ভূটভূটির সঙ্গে তাদের মোটর বাইকের সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম হয় নিত্যানন্দ ও রকি। স্থানীয় মানুষজন তাদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *