মালদা :————— প্রথম দুর্ঘটনা ঘটেছে মালদা জেলার গাজোল থানার হসপিটাল মোড় সংলগ্ন এলাকায়। আহতরা হল মিস মোহাম্মদ বয়স(৪০) ও আব্দুর রশিদ বয়স (৬৪) তাদের বাড়ি গাজোল থানার খড়দহীল এলাকায়। রবিবার সকালে মোটরবাইকে করে গাজোলের দিকে আসছিলেন বাজার করতে। সেই সময় হসপিটাল মোড় এলাকায় একটি পিকআপ ভ্যান মোটরবাইকে সজরে ধাক্কা মারে।
দ্বিতীয় দুর্ঘটনা ঘটেছে মালদা জেলার গাজোল থানার শ্যামনগর এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় হাওড়ার উলুবেরিয়া গ্রামের দুই যুবক মোটরবাইকে করে সিকিমে ঘুরতে গিয়েছিল। সিকিম থেকে বাড়ি ফেরার পথেই গাজলের শ্যামনগর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরিতে গিয়ে ধাক্কা মারে মোটরবাইকটি। ঘটনায় আহত হন দুইজন। আহতরা হলেন অজয় গোস্বামী বয়স (৩০) ও হেমন্ত মাইতি বয়স (৩২)।

