পূজার মুখে ঘর ছাড়া একটি পরিবার।বৃহস্পতিবার রাতে হঠাৎই আগুন লাগে একটি বাড়িতে

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

বামনগোলা ———-—পূজার মুখে ঘর ছাড়া একটি পরিবার।বৃহস্পতিবার রাতে হঠাৎই আগুন লাগে একটি বাড়িতে।ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে বামনগোলা ব্লকের পাকুয়াহাট অঞ্চলের, খিরিপাড়া এলাকায়। হঠাৎই দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়ি আগুন। এলাকাবাসীর দেখতে পেয়ে পরিবারের লোকজন ফোন করে জানাই।গ্রামের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে।পরিবারের লোক মেয়ের পরীক্ষার জন্য তারা মালদা শহরে গিয়েছিল বৃহস্পতিবার সেই রাতেই বাড়িতে তালা বন্ধ করে ইলেকট্রিক বন্ধ করে যায়। হঠাৎ আগুন ধরে যাওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়াই।পরিবারের লোকে খবর দিলে খবর পেয়ে পরিবারের লোক ছুটে আসতে পাকুয়াহাট এলাকার খিড়িপাড়া নিজের বাড়িতে।বাড়ি আসতেই বাড়ির সব কিছু পুরে ছাই হয়ে যায়। পরিবার রয়েছে দুই মেয়ে ও স্বামী। কাজের সূত্রে ভিন রাজ্যে থাকেন স্বামী। পরিবার তরফে জানান ঘরে আসবাবপত্র থেকে শুরু করে ঘরে নগদ ১ লাখ টাকা সহ ১৫ ভরি সোনার গহনা পুড়ে ছারখার হয়ে যায় অসহায় অবস্থায় কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন যদিও পরিবারের লোকজনের দাবি বাড়িতে ইলেকট্রিক বন্ধ রেখেই ঘরে তালা বন্ধ করে যায়। মালদা শহরে মেয়ে পরীক্ষার জন্য। রাতে খবর পাই বাড়িতে দাউ দাউ করে জ্বলছে আগুন বাড়ি পৌঁছাতেই বাড়ির সর্বস্ব পুরে শেষ হয়ে যায় বলে জানিয়েছেন পরিবারের লোকজন।কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *