সোমবার দুপুর আনুমানিক ১টা নাগাদ তপন কিষাণ মাণ্ডিতে এই কর্মশালার আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল তপন পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন।
যেখানে উপস্থিত ছিলেন তপন ব্লকের BDLO ডঃ শেখর পাল, দপ্তরের জেলা অবজারভার ডঃ প্রশান্ত ভগৎ, তপন ব্লকের যুগ্ম বিডিও জয়ন্ত পাঠক, CDPO সায়ন মণ্ডল, তপন পঞ্চায়েতের সমিতির সহ-সভাপতি আনিকুল আলম সহ অন্যান্য বিশিষ্টজনরা।
উল্লেখ্য, পুষ্টির অভাবে ভোগে তপন ব্লকের এমন ২৪০ জন শিশুকে সনাক্ত করে তাদের পরিবারের সদস্যদের ডেকে পাঠানো হয় কিষাণ মাণ্ডিতে। সেখানে তাদের প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে মুরগির ছানা গুলিকে পালন করবেন তাঁরা।
জানা যায়, প্রত্যেক উপভোক্তাদের ১০টি করে ২৮দিন বয়সী মুরগির ছানা দেওয়া হয়।
আরও জানা যায় এই বিশেষ প্রজাতির মুরগি গুলি বছরে ২৮০ থেকে ৩০০টি ডিম পাড়ে। যার ফলে পুষ্টির অভাব অনেকটাই কমবে বলে আশাবাদী।

