পুলিশ পরিচয় দিয়ে বিহার থেকে আসা পরীক্ষার্থীদের হেনস্তার অভিযোগ,শিলিগুড়িতে গ্রেপ্তার দুই

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

পুলিশ পরিচয় দিয়ে বিহার থেকে আসা পরীক্ষার্থীদের হেনস্তার অভিযোগ,শিলিগুড়িতে গ্রেপ্তার দুই।কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর নিয়োগ পরীক্ষায় রাজ্য সরকারের ভূমিপুত্রদের জন্য সংরক্ষিত ডোমিসাইল-বিপদে বিহার থেকে এসে পরীক্ষা দেওয়ার অভিযোগ তুলে দুই পরীক্ষার্থীকে হেনস্তা করার অভিযোগ উঠল বাংলা পক্ষ নামে একটি সংগঠনের সদস্যদের বিরুদ্ধে।পুলিশ এবং আইবির লোক পরিচয় দিয়ে দুই বিহারি যুবককে কান ধরে ওঠবস করানো হয় বলেও অভিযোগ।সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় দেশজুড়ে শোরগোল পড়েছে।পরীক্ষার্থীদের হেনস্তার বিরুদ্ধে সরব হয়েছেন বেগুসরাইয়ের সাংসদ গিরিরাজ সিং। তাঁর বক্তব্য, ‘রোহিঙ্গাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার লাল কার্পেট বিছিয়ে রেখেছে অথচ বিহার থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে গেলে,তাঁদের সঙ্গে এধরণের অভব্য আচরণ করা হয়।’তাঁর আরও অভিযোগ,‘গোটা ঘটনায় তেজস্বী যাদব,রাহুল গান্ধি চুপ রয়েছেন কেন?বেগুসরাইয়ের সাংসদ গিরিরাজ সিং সোশ্যাল মিডিয়ায় খুব উগরে দিয়ে বলেন,পশ্চিমবঙ্গের পরিস্থিতি দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে।পশ্চিমবঙ্গ কী আলাদা দেশ নাকি ভারতেরই অঙ্গ?’এদিকে,ঘটনার পরই প্রশাসনিক স্তরে শোরগোল পড়ে যায়।মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসওজির টিম বাংলাপক্ষের সদস্য রজত ভট্টাচার্য ও গিরিধারী রায়কে গ্রেপ্তার করে।রানিডাঙ্গার যে বাড়িতে ওই দুই পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসে ভাড়া নিয়েছিলেন,সেই বাড়ির মালিকদের দায়ের করা ওই অভিযোগের ভিত্তিতেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।যদিও ধৃত রজত ভট্টাচার্যর দাবি, ‘আমরা পুলিশ ও আইবি-কে জানিয়ে সেখানে গিয়েছিলাম।আমাদের কোনও সহযোদ্ধা কেউ সেরকম বলেনি যে আমরা পুলিশ কিংবা আইবি-র লোক।রেকর্ডিং চলার সময় কেউ পাশ থেকে ওরকম কথা বলে দিয়েছে।কোথাও একটু ভুল বোঝাবোঝি হয়ে গিয়েছে।’পরীক্ষা দিতে এসে ওই দুই পরীক্ষার্থী রাঙাপানির কাছে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন।বাংলা পক্ষের সদস্যরা আচমকাই সেখানে যান।তখন ওই দুই পরীক্ষার্থী ঘরের মধ্যে শুয়েছিলেন।ভিডিও-তে দেখা গিয়েছে,রজত ভট্টাচার্য নামে ওই ব্যক্তি দুই পরীক্ষার্থীকে টেনে তুলে পরিচয়পত্র দেখতে চেয়ে হেনস্তা করেন।ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে দুই পরীক্ষার্থীকে কার্যত অনুনয় বিনয় করতেও দেখা যায়।এরপরই দু’জনকে কান ধরে ওঠবস করানো হয়।রজতের দাবি, ‘আধা সামরিক বাহিনীর নিয়োগ পরীক্ষার স্থানীয় পরীক্ষার্থীরা তাদের জানায়,জাল সার্টিফিকেট বানিয়ে বিহার,উত্তরপ্রদেশ থেকে কিছু পরীক্ষার্থী এসে পরীক্ষা দিচ্ছে।এরপর তারা প্রথমে বাগডোগরা থানা,পরে আইবিকে বিষয়টি জানিয়ে সেখানে যান।’গোটা বিষয়টি নিয়ে তোলপাড় পশ্চিমবঙ্গ এবং বিহার।গতকাল স্পেশাল অপারেশন গ্রুপ দুজনকে গ্রেফতার করে বাগডোগরা থানা পুলিশের হাতে তুলে দেয়।শুক্রবার ধৃত দুজনকে রিমান্ডের আবেদন জানিয়ে শিলিগুড়ি আদালতে পেশ করে বাগডোগরা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *