পুলিশের সাথে আলোচনায় ১২ ঘন্টার বনধ্‌ স্থগিতের সিদ্ধান্ত আদিবাসী সংগঠনের । মুক্ত বিদ্যালয়ের পরীক্ষার কথা ভেবে এমন সিদ্ধান্ত । সাংবাদিক বৈঠকে জানিয়েছেন ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের কর্মকর্তারা

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

জেলা পুলিশের আশ্বাসে সোমবার ডাকা বনধ্ স্থগিতের সিদ্ধান্ত নিল ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন। রবিবার জেলা পুলিশ সুপারের সাথে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছে আদিবাসী সংগঠন । উল্লেখ এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণের পর খুনের চেষ্টার অভিযোগ ঘিরে সরগরম হয়ে ওঠে দক্ষিণ দিনাজপুর । বিগত কিছু দিন ধরে ঘটনার প্রতিবাদ জানিয়ে জেলায় লাগাতার আন্দোলন কর্মসূচী চলেছে । মূল অভিযুক্ত গ্রেপ্তার হলেও ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার ১২ ঘন্টার বনধ্ ডাকে আদিবাসী সংগঠন । এদিকে ওই শিশুর সঙ্গে হাসপাতালে দেখা করতে যান রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা, পশ্চিমবঙ্গ শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস এবং দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা। তাঁরা প্রত্যেকেই নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন । বনধ্‌ ডাকার পরেও রবিবার দুপুরে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন-এর অধীনে থাকা বিভিন্ন আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা জেলার পুলিশ সুপারের সাথে আলোচনা করেন। যার পরে সংবাদমাধ্যমকে জানানো হয় সোমবার বনধ্ স্থগিত রাখার বিষয় । ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন-এর পক্ষে ভারত জাকাত মাঝি পরগণার জেলা পরগণা অরুণ কুমার হাসদা জানিয়েছেন, সোমবার যেহেতু রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বোর্ডের পরীক্ষা রয়েছে সেই কারনে তারা পরীক্ষার্থীদের অসুবিধার কথা ভেবে বনধ্ স্থগিত রাখছেন। পাশাপাশি আদিবাসী ছাত্রীকে নির্যাতনের ঘটনায় দোষীকে সাজা প্রদানের প্রক্রিয়া জারি থাকার কারনে তারা নির্ধারিত সময় অবধি অপেক্ষা করতে চান। একই সঙ্গে বনধ্ স্থগিত রাখার বিষয়টি জনগণকে জানানোর জন্য তারা দক্ষিণ দিনাজপুর জেলায় মাইকিং, সোশ্যাল মিডিয়াতে প্রচারও চালাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *