পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের চরলক্ষীপুর গ্রামে বিঘার পর বিঘা সবজি সব এখনো জলের তলায় ৷ তাতে চিন্তায় মাথায় হাত পরেছে সবজি চাষীদের ৷ ডুবে যাওয়া সবজির মধ্যে রয়েছে পটল, লঙ্কা,ভেন্ডি ‘মুলা ‘ পালং শাগ, গাঁদা ফুলসহ অনেক সবজি। সবজি চাষীদের বক্তব্য প্রায় 40 থেকে 50 বিঘা জমি এখনো রয়েছে জলের তলায়,জল কমে গেলেও ভালো সবজি পাওয়ার কোন আশঙ্কাই নেই সজ্বী চাষিদের ৷ এতে দুশ্চিন্তাই দিন কাটাচ্ছে পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের সেই সমস্ত ডুবে যাওয়া সবজি চাষী ভাই- রা ৷

