পুরাতন মালদার মুচিয়া এলাকায় প্রায় চার মাস আগে রক্তাক্ত এক বৃদ্ধার মৃত্যু দেহ উদ্ধার হলেও দেহের শনাক্তকরণ হয়নি এবং কোন খুনি ও ধরা পড়েনি। এরপর খুন হওয়া বৃদ্ধর ছেলে বুধবার নিজের বাবার রক্তাক্ত মৃতদেহ সোশ্যাল মিডিয়ায় দেখে বাবার দেহ সনাক্ত করে ফেলে । ঘটনা জানাজানি হতেই এলাকায় শুরু হয়ে যায় উত্তেজনা। জানা গেছে চলতি বছরের এপ্রিল মাসের ২২ তারিখ পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের সিন্দিয়ার মাঠে একটি কালভার্টের নিচে এক বৃদ্ধর ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ | পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেলেও মৃতদেহের কোন পরিচয় পাওয়া যায়নি ৷ কিন্তু আজ ঘটনার উন্মোচন হয়। খুন হয়ে যাওয়া ওই বৃদ্ধের নাম আজহার শেখ । বয়স ৫৫ | খুন হওয়া বৃদ্ধর ছোট ছেলে ওহেদুর শেখের অভিযোগ করে যে, তার বাবাকে তার মা ,ভাই এবং বৌদি মিলে খুন করেছে । এই ঘটনা গ্রামবাসীকে জানালে গ্রামবাসীরা অভিযুক্তদের জেরা শুরু করলে খুন হয়ে যাওয়া বৃদ্ধের স্ত্রী এবং এক ছেলে ও বৌমা স্বীকার করে নেয় খুন করার কথা। খুন করার কথা স্বীকার করার পরেই এলাকাবাসীরা ক্ষোভ ফেটে পড়ে এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হতে শুরু করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ এবং সাহাপুর অঞ্চলের রায়পুরের বাড়ি থেকে খুন হওয়া বৃদ্ধের স্ত্রী রুমি বিবি, বৃদ্ধের ছেলে রাহিদুল শেখ বৌমা তাসলিমা বিবি সহ পরিবারের আর একজনকে গ্রেফতার করে করে নিয়ে যায় মালদা থানার পুলিশ।

