রবিবার সকালে পুরাতন মালদা পৌরসভার অন্তর্গত মঙ্গলবাড়ী পালপাড়া ধান হাটি থেকে উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মূর্মুর সমর্থনে পদযাত্রা শুরু করা হয়। এই পদযাত্রায় পায়ে পা মেলান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু সহ মালদা কেন্দ্রের বিধায়ক গোপালচন্দ্র সাহা। এই পদযাত্রাকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে বেশ উচ্ছাস লক্ষ্য করা যায় | আজকের এই পদ যাত্রায় শতাধিক বিজেপি কর্মী অংশ নেন এবং সুসজ্জিত পদযাত্রায় ঢাকঢোল ব্যান্ড পার্টি সহ বিজেপি কর্মীরা এই পদযাত্রায় গোটা মঙ্গলবাড়ী শহর পরিক্রমা করে সদরঘাট মোড়ে পদযাত্রী টি সমাপ্ত করা হয় |

