পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৭ অক্টোবর ——- পুজোর মুখে প্রতারণার খপ্পরে প্রায় দুশো মহিলা! চাঞ্চল্যকর ঘটনাটি বালুরঘাট শহর সংলগ্ন হাজিপুর এলাকার। অভিযোগ, মহিলা স্বনির্ভর দলের মাধ্যমে ব্যাঙ্কে জমানো প্রায় ৩০ লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়েছে স্থানীয় দুই যুবক। যাকে ঘিরেই তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা জানিয়ে বালুরঘাট থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রতারিত মহিলারা।
জানা গেছে, গত বছর মহালয়ার পর থেকে প্রতি সপ্তাহে একত্রে অর্থ জমাতেন হাজিপুর এলাকার প্রায় দুশো মহিলা। যা ছিল তাদের পরিবারের সঞ্চয়ের প্রধান ভরসা। মহিলাদের পরিকল্পনা ছিল, আসন্ন মহালয়ার দিন তাদের জমানো সমস্ত অর্থ ফেরত নেওয়ার। কিন্তু তার আগেই প্রীতম রায় ও উজ্জ্বল বর্মন নামে ওই দুই যুবক আচমকা মোবাইল সুইচ অফ করে গায়েব হয়ে যায়। ফলে, শতাধিক মহিলা চরম বিপাকে পড়েছেন। উপায় না পেয়ে ক্ষুব্ধ মহিলারা সোমবার বালুরঘাট থানায় এসে একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন। যে অভিযোগ পেয়েই এলাকায় পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। যদিও এখনো পর্যন্ত ওই দুই যুবকের খোঁজ মেলেনি। এদিকে পুজোর মুখে এমন প্রতারণার ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্বনির্ভর দলের মহিলারা এখন টাকার সন্ধান পেতে প্রশাসনের দিকেই তাকিয়ে আছেন।
ভুক্তভোগী মহিলাদের মধ্যে একজন, পল্লবী সরকার জানান, “সারা বছর ধরে অনেক কষ্টে টাকা জমিয়েছিলাম। ভেবেছিলাম, এই টাকা দিয়ে পুজোর সময় একটু ভালো করে পরিবারের জন্য কিছু করব। কিন্তু এখন সব শেষ!” প্রীতম রায় ও উজ্জ্বল বর্মন এই ঘটনার জন্য মূল দায়ী। তারা এই দুজনকেই চেনেন।
বালুরঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রতারকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

