পি এইচ ই দপ্তরের অগ্নিকান্ডের তদন্তে বালুরঘাটে আসলো ফরেনসিক বিশেষজ্ঞরা। পুলিশ কে সঙ্গে নিয়ে দিনভর নমুনা সংগ্রহ বিশেষজ্ঞদের।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

বালুরঘাট, ১৩ আগষ্ট ———— বালুরঘাটে জনস্বাস্থ্য কারিগরী দপ্তরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে নামলো ফরেনসিক বিশেষজ্ঞরা। রবিবার শহরের রঘুনাথপুর এলাকায় অবস্থিত সরকারী ওই দপ্তরে আগুন লাগবার প্রকৃত কারন খুজতে কলকাতা থেকে ফরেনসিক বিশেষজ্ঞর একটি বিশেষ টিম এসে পৌঁছায়। ফরেনসিক বিশেষজ্ঞ ডাক্তার দেবাশীষ সাহা ও তার টিম এদিন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের সহযোগিতা নিয়ে বালুরঘাটে পুড়ে যাওয়া পিএইচই অফিসের সম্পূর্ণ ভস্মীভূত অংশ ঘুরে দেখেন এবং নমুনা সংগ্রহ করেন। প্রসঙ্গত, ৪ঠা আগস্ট বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় বালুরঘাটের জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের একাংশ। ভেঙে তছনছ হয়ে যায় ওই সরকারি ভবনের একাংশও। এদিন সেই পি এইচ ই অফিসের ধ্বংসস্তূপের নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। প্রথম থেকেই সরকারী ওই দপ্তরের আধিকারিকরা দাবি করছিলেন আগুনের প্রকৃত উৎস কি তা খতিয়ে দেখা প্রয়োজন। দপ্তরের আধিকারিকদের সেই প্রয়োজন থেকেই দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ এই অগ্নিকাণ্ডের মূল কারণ খুজতে তৎপর হয়। অবশেষে জেলা পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখতে ফরেনসিক পরীক্ষার সিদ্ধান্ত নেয়। সেই মতো ফরেনসিক বিশেষজ্ঞরা এদিন বালুরঘাটে এসে পৌঁছে সরকারী সেই দপ্তরের নমুনা সংগ্রহ করেন। যার মাধ্যমেই বিশেষজ্ঞরা জানতে পারবে অগ্নিকাণ্ড এর আসল কারণ কি ও কিভাবে এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ল এলাকায় তাও জানতে সক্ষম হবে বিশেষজ্ঞরা।

বালুরঘাটে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিক শুভব্রত কর বলেন, পুলিশের তৎপরতায় এদিন ফরেনসিক বিশেষজ্ঞরা এসে পৌঁছেছে। যাদের রিপোর্টের ভিত্তিতেই এই রহস্যজনক আগুনের কারণ উন্মোচন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *