পিকনিকের আসরে ডেকে নিয়ে গিয়ে বন্ধুকে খুন অপর বন্ধুর। উত্তেজনা পতিরামের পাইকপাড়া এলাকায়

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

বালুরঘাট, ৩১ জানুয়ারী —-— বন্ধুর হাতেই বন্ধু খুন! উত্তেজনা পতিরামের পাইকপাড়া এলাকায়। অভিযোগ পিকনিকের নাম করে ডেকে নিয়ে গিয়ে পিন্টু দাস নামে এক রংমিস্ত্রিকে খুন করার অভিযোগ উঠেছে তারই এক সহকর্মী তথা প্রতিবেশী সন্তুর বিরুদ্ধে। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় পিন্টু দাসকে ভর্তি করা হয় বালুরঘাট হাসপাতালে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় মালদা নিয়ে যাওয়ার পথে দৌলতপুর এর কাছে মারা যায় পিন্টু। এরপর ময়না তদন্তের পর বুধবার পিন্টুর মৃতদেহ হাতে পায় তার পরিবার। যাকে ঘিরেই তুমুল উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযুক্ত বন্ধু সন্তুর বাড়ির সামনে দেহ রেখে বিক্ষোভ চালায় পরিবারের লোকেরা। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসে পতিরাম থানার বিরাট পুলিশ বাহিনী। নামানো হয় কমব্যাট ফোর্সও। যদিও অভিযুক্ত সন্তু সহ তার বাড়ির লোকেরা সকলেই পলাতক রয়েছে। প্রতিবেশীদের দাবি, সন্তুর বাবার সামনেই পিন্টুকে মাথায় ইট দিয়ে থেঁতলে ফেলা হয়। যারপর থেকেই বাড়ির সকলেই পলাতক। ঘটনা জানিয়ে পতিরাম থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছে মৃতর পরিবারের লোকেরা । যদিও অভিযুক্তরা সকলেই অধরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *