আর মাত্র কয়েক দিন পরেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচন এগিয়ে আসতেই তৃণমূলে ভাঙন ধরেছে। বিভিন্ন এলাকার মানুষ তৃণমূল থেকে সিপিএম ও কংগ্রেসে যোগ দিচ্ছেন। ওই এলাকার গ্রামবাসীদের অভিযোগ আমাদের গ্রামে তৃণমূল নেতাকর্মীরা চোর ও দুর্নীতিতে জড়িত। কোনো রকম সরকারি পরিষেবা পাচ্ছেনা গ্রামের মানুষ। বহু বছর ধরে পুরাতন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা দল করার পরেও কোনো রকম সম্মান মেলেনি।এক প্রকার অসম্মানিত হয়ে বাধ্য হয়ে তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান করেছেন ডিউরিয়া গ্রামের বাসিন্দারা। এদিনের এই যোগদান
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২১ নম্বর কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী সরফরাজ আলী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা। এবারে তৃণমূল কংগ্রেস যারা দলের সঙ্গে সব সময় জড়িত ছিল তাদেরকে টিকিট দেওয়া হয়নি। কিছু কিছু দুষ্কৃতীদের নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতি করতে চাইছেন বলে গ্রামবাসীদের অভিযোগ।
প্রাক্তন তৃণমূল কংগ্রেসের এক নিষ্ঠ কর্মী শুকলাল রাম ও ২১ নম্বর কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী সরফরাজ আলী নেতৃত্বে প্রায় ২৫০ টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন দেউড়িয়া গ্রামের বাসিন্দারা।
যোগদান কর্মসূচিতে যোগদানকারী ঝুলন সরেন ও ধীরেন টুডু জানিয়েছেন আমরা বহু বছর ধরে তৃণমূল কংগ্রেস করে এসেছি কিন্তু এবারে তৃণমূল কংগ্রেস যারা দলের সঙ্গে সব সময় জড়িত ছিল তাদেরকে টিকিট দেওয়া হয়নি। কিছু কিছু
দুষ্কৃতীদের নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতি করতে চাইছেন। তাই আমরা শুকলাল রামের নেতৃত্বে দেওড়িয়া গ্রামের প্রায় আড়াইসিটি পরিবার কংগ্রেসের যোগদান করলাম। আমরাও কংগ্রেসকে ভোট দিয়ে দেখিয়ে দিতে চাই দুষ্কৃতীদের নিয়ে রাজনীতি করা সম্ভব নয়।

