বংশীহারী:——- উল্লেখ্য প্রচন্ড পানীয় জলের সমস্যায় ভুগছে বংশীহারী ব্লকের এলাহাবাদ অঞ্চলের গ্রামবাসীরা। বহুদিন ধরে প্রচন্ড পানীয় সমস্যায় ভুগছে হরিপুর, বোর খইর, কেন্দ্রা, পালপাড়া, কদমপুকুর গ্রামের বাসিন্দারা। পানীয় জলের সমস্যা মেটানোর জন্য রয়েছে পিএইচ ই ট্যাংকের ব্যবস্থা। পি এইচ ই ট্যাংকের নলকূপ থেকে বের হচ্ছে পোকামাকড় ও ঘোলা জল। বহুদিন ধরে সেই সমস্যায় ঘটছে স্থানীয় গ্রামবাসীরা। এলাহাবাদ গ্রাম পঞ্চায়েত ও বংশীহারী পঞ্চায়েত সমিতিতে লিখিত ভাবে অভিযোগ জানানোর পরেও মেলেনি কোন সুরাহা বলে অভিযোগ গ্রামবাসীদের। পানীয় জলের সমস্যা থাকার কারণে প্রতিদিনই প্রায় গ্রামে জল নিয়ে ঝামেলার মুখে পড়তে হচ্ছে। গ্রামবাসীরা ক্ষোভে বংশীহারী থেকে মহিপাল যাবার রাস্তায় হরিপুরে বালটি কলসি ও গামলা নিয়ে রাস্তা অবরোধে সামিল হলেন। দ্রুত পানীয় জলের সমস্যা সমাধান না হলে গ্রামবাসীরা ভোট দেবেনা বলে অভিযোগ। প্রশ্ন হচ্ছে একটাই পি এইচ ই পানীয় জলের সুব্যবস্থা থাকার পরেও কেনই বা পানীয় জলের সমস্যায় ভুগছেন ওই এলাকার গ্রামবাসীরা। আর পি এইচ ই ট্যাংকের নলকূপ থেকেই কেনই বা পোকামাকড় ও ঘোলা জল বের হচ্ছে তা নিয়ে ক্ষোভ গ্রামবাসীদের। অভিযোগ নির্ধারিত সময়েও বের হয় না পি এইচ ই নলকূপ থেকে জল।
এই বিষয়ে অবরোধকারী বাসিন্দা রত্না বেগম, ললিতা রবিদাস, লাভলি খাতুন, রিনা মার্ডি, পিংকি বর্মন, জানিয়েছেন বহুদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছি আমরা। পি এইচ ই ট্যাংকের নলকূপ থেকে পর্যাপ্ত পরিমাণে জল বের হচ্ছে না। যতটুকু জল বের হচ্ছে তার মধ্যেও পোকামাকড় ও ঘোলা জল বের হয়। আমরা বহু দূর থেকে লোকের বাড়ি থেকে জল নিয়ে এসে পান করতে হচ্ছে। দ্রুত সমস্যা সমাধান না হলে রাস্তা অবরোধ চলতে থাকবে।
এই বিষয়ে বংশীহারী ব্লকের বিডিও সুব্রত বল জানিয়েছেন আমরা সমস্যার কথা শুনেছি। পিএইচ ই দপ্তরেও সমস্যা কথা জানানো হয়েছে। অতি দ্রুত ওই এলাকার গ্রামবাসীদের পানীয় জলের সমস্যা দূর করার ব্যবস্থা করা হচ্ছে।

