জানা গিয়েছে, তপনের হরসুরা অঞ্চলের সুহরি গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন গ্রামবাসীরা। নলকূপ থেকে মিলছে না পানীয় জল।
বিষয়টি পঞ্চায়েত প্রধান কে বহুবার জানিয়েও কোনো লাভ না হওয়ায় ঘটনার প্রতিবাদে এদিন গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসে এসে হাজির হন। পঞ্চায়েত তালাবদ্ধ করে এবং কিছুক্ষণের জন্য ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার অন্তর্গত রামপুর পুলিশ ফাঁড়ির পুলিশ। পুলিশের আশ্বাসে কিছুক্ষণের মধ্যেই অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। এদিকে এরপরেও পঞ্চায়েতে তালা ঝুলিয়ে রাখেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছায় তপন ব্লকের যুগ্ম বিডিও জয়ন্ত পাঠক। আপাতত ওই গ্রামে ট্যাঙ্কারের মাধ্যমে জল পরিষেবা চালুর আশ্বাস দিয়েছেন তিনি। পরবর্তীতে নলকূপ গুলিও মেরামত করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন যুগ্ম বিডিও। যুগ্ম বিডিও-র আশ্বাসে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা।

