মালদা: পানীয় জলের দাবিতে বিক্ষোভে নামলেন গ্রামবাসীরা। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মানিকচক ব্লকের মিল্কিটোলা এলাকায়।
পানীয় জলের সংকট। তবে এলাকায় পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা রয়েছে। কিন্তু সেই জল খাওয়া যায় যায় না। দুর্গন্ধ এবং নোংরা। বিগত তিন-চার মাস ধরে এই সমস্যা। এই অভিযোগ তুলে বুধবার দুপুরে বিক্ষোভে সামিল হলেন মানিকচক ব্লকের চৌকি মীরদাদপুর গ্রাম পঞ্চায়েতের মিল্কি টোলার গ্রামবাসীরা। গ্রামবাসীরা একত্রিত হয়ে পাইপ লাইনের মাধ্যমে আসা এই নোংরা এবং দুর্গন্ধ জলের বিরুদ্ধে আন্দোলনের সামিল হয়।

