পাকুয়াহাট এলাকার পোস্ট অফিস নিয়মিত না খোলার অভিযোগ। বিভিন্ন সমস্যার কথা বলে প্রায় দেড় মাস ধরে বন্ধ হয়ে রয়েছে পাকুহাট উপর ডাকঘর।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদাঃ———--পাকুয়াহাট এলাকার পোস্ট অফিস নিয়মিত না খোলার অভিযোগ। বিভিন্ন সমস্যার কথা বলে প্রায় দেড় মাস ধরে বন্ধ হয়ে রয়েছে পাকুহাট উপর ডাকঘর।সাধারন মানুষের অভিযোগ পোস্টমাস্টার নিয়মিত সময়ে পোস্ট অফিস খুলেনা এছাড়াও পোস্ট অফিসের বিভিন্ন পরিষেবা বন্ধ রাখা হয়েছে।বিভিন্ন কাজ বন্ধ রাখার পোস্টার সেটা দেওয়া আছে দেওয়ালে।বহুদূরান্ত থেকে সাধারণ মানুষ পোস্ট অফিসে আসছে এবং ঘুরে যাচ্ছে কখনো বলা হচ্ছে পোস্ট অফিসে কোন কাজ হচ্ছে না কখনো বলা হচ্ছে কম্পিউটার খারাপ কখনো আবার বলা হচ্ছে সার্ভার ডাউন রয়েছে এই ধরনের বিভিন্ন কথা বলা হচ্ছে পোস্টমাস্টারের তরফ থেকে। এ বিষয়ে সাধারণ মানুষ প্রশাসনের কাছে বারবার বলা সত্ত্বে তাদের পক্ষ থেকে কোন ভ্রূক্ষেপ নেই তাদের তরফ থেকে বলা হচ্ছে লিখিত অভিযোগ করুন।বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে ঘুরে যাচ্ছেন কোন পরিষেবা নেই সময় মত পোস্ট অফিস খোলা হচ্ছে না বলে অভিযোগ সাধারণ মানুষের।পোস্ট অফিসে বিভিন্ন কাজে জন্য আসা সাধারণ মানুষকে দেড় মাস ধরে হয়রানি করা না হচ্ছে বলে অভিযোগ।এই নিয়ে পাকুয়াহাট পোস্ট অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে সাধারণ মানুষ।এ বিষয়ে পোস্টমাস্টার বাদল চন্দ্র বিশ্বাস, জানিয়েছেন সার্ভার ডাউন এবং কম্পিউটার খারাপ তাই জন্য বিভিন্ন কাজ বন্ধ রয়েছে এছাড়াও কম্পিউটার মালদা পাঠানো হয়েছে বিভিন্নভাবে অভিযোগ গুলিকে অস্বীকার করেছেন তিনি তুই জানিয়েছেন কাজকর্ম ঠিকঠাকই রয়েছে কিছু সমস্যার জন্য এ কাজ মাঝে মধ্যে বন্ধ হয়ে পরছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *