কুশমণ্ডি, ৮ জুলাই:——— পর্যাপ্ত ব্যালট পেপার নেই। যার কারণে ভোট দিতে পারলেন না প্রায় আড়াইশোর বেশি ভোটার। একাধিকবার জেলা প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি৷ অবশেষে ক্ষুব্ধ জনতা ব্যালট বক্সে আগুন ও টিউবওয়েল থেকে জল ঢেলে দিল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের আদ্যখন্ড প্রাথমিক বিদ্যালযয়ে। ঘটনাসস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। কেন ব্যালট পেপার কম হল সঠিকভাবে জানা যায়নি।

