আলিপুরদুয়ার: প্রকৃতিকে বাঁচিয়ে কিভাবে পর্যটনকে আরো উন্নয়ন করা যায় সেই বিষয়ে শনিবার মাদারিহাটে দুদিনের এক কর্মশালা আয়োজিত হল ইস্টার্ন ডুয়ার্স টুরিজ্যম আ্যসোসিয়েশনের পক্ষ থেকে। এই কর্মশালায় অসম, ডুয়ার্স ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার পর্যটন ব্যবসায়ীরা অংশ গ্ৰহণ করেছে এছাড়া এদিন উপস্থিত ছিলেন জলদাপাড়া ডিএফ ও প্রবীণ কাশোয়ান, এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।
সংগঠনের পক্ষ থেকে বিশ্বজিৎ সাহা জানান বর্তমানে এখানাকার পর্যটন বন ও বন্যপ্রাণের উপর নির্ভর এর বাইরে আরো কি কি পর্যটনের নতুন দিক নির্নয় করা যায় বিভিন্ন নতুন রুট এছাড়া কালচারাল টুরিজম সেই সমস্ত বিষয় নিয়ে এখানে আলোচনা হবে।
এদিন এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান ডুয়ার্স রুটে এনবিএসটিসি দোতালা বাস চালানোর পরিকল্পনা রয়েছে।

