গঙ্গারামপুর নিতাই গৌড় সংঘ আশ্রম সেবা সমিতি পক্ষ থেকে গঙ্গারামপুর ৬ নভেম্বর দক্ষিণ দিনাজপুর।একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নিতাই গৌড় সংঘ আশ্রম সেবা সমিতি পক্ষ থেকে পভুপাদ কৃষ্ণ চন্দ্র গোস্বামী প্রথম বাৎসরিক উপলক্ষে তিরোভাব দিবস পালন করা হলো।সেই উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার নিতাই গৌড় সংঘ আশ্রম সেবা সমিতি পক্ষ থেকে করে মিছিল করে নগর পরিক্রমা করা সহ হাসপাতালে দুস্থ রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করা হয়। আগামী দিনেও সেবা সমিতির পক্ষ থেকেও এমন অনুষ্ঠান করা হবে বলে জানা গিয়েছে। নিতাই গৌড় সংঘ আশ্রম সেবা সমিতির গঙ্গারামপুর পৌর শাখার তরফে প্রভুপাদ শ্রীকৃষ্ণচন্দ্র গোস্বামীর প্রথম বাৎসরিক তিরোভাব দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। গঙ্গারামপুরের মিশনমোড় থেকে নিতাই গৌড় সংঘ আশ্রম সেবা সমিতি সদস্যরা একটি মিছিল বের করে নগর কীর্তন করে। পরে নিতাই গৌড় সংঘ আশ্রম সেবা সমিতির সদস্যরা গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে গিয়ে দুস্থ রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করে। নিতাই গৌড় সংঘ আশ্রম সেবা সমিতির সদস্য মদন বসাক জানিয়েছেন, বাবার প্রথম তিরোভাব দিবস উপলক্ষে আমরা মিছিল সহ হাসপাতালে রোগীদের মধ্যে ফলমুল বিতরণ করলাম। এছাড়া আমাদের বহু কর্মসূচি রয়েছে যা রবিবার পালন করা হবে। অনুষ্ঠানে ভক্তদের ভিড় ছিল ভালই।

